

রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ভোলা জেলা বিওজেএ কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন ও সাংগঠনিক ফরহাদ
ভোলা জেলা বিওজেএ কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন ও সাংগঠনিক ফরহাদ
বিশেষ প্রতিনিধি: অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণ ও পেশার মানোন্নয়নের লক্ষ্যে গঠন করা হয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিওজেএ) ভোলা জেলা কমিটি।
বিওজেএ নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে ভোলা বাণী ডট কম এর সম্পাদক খলিল উদ্দিন ফরিদকে সভাপতি এবং বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের ছোটন সাহাকে সাধারণ সম্পাদক ও ভোলার সংবাদ ডটকম এর সম্পাদক ফরহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
রোববার (৪ সেপ্টম্বর) রাতে কমিটির দ্বি-বার্ষিক সম্মলনে এ কমিটি গঠন করা হয়। শহরের যুগীরঘোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন-মো. হারুন-আর-রশিদ (চ্যানেল আই) সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম (কালবেলা) প্রভাষক মো. মহিউদ্দিন (দৈনিক ভোলার বাণী) আদিল হোসেন তপু (নিউজ বাংলা) মো. তৈয়বুর রহমান (দৈনিক লাখো কন্ঠ)
যুগ্ম সাধারণ সম্পাদক- ইয়াছিনুল ঈমন (আমাদের ভোলা ডট কম) ও মোঃ মনসুর আলম (দেশের কন্ঠ),
কোষাধ্যক্ষ নুরে আলম।
দপ্তর সম্পাদক শাহরিয়ার জিলন (দৈনিক আজকের ভোলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজুর রহমান (ঢাকা পোস্ট), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোকাম্মেল মিশু (বার্তা ২৪), এছাড়া কমিটিতে অন্য সদস্যদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আকতারুল ইসলাম আকাশ, (বাংলামেইল), আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (ভোলাবাণী), দুর্যোগ বিষয়ক সম্পাদক আরিয়ার আরিফ (ভোলা প্রতিদিন, ক্রীড়া সম্পাদক জাকারিয়া হিমু (ভোলাবানী), মহিলা বিষয়ক সম্পাদক সিমা বেগম (বাংলাদেশ সমাচার)।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন-শিমূল চৌধুরী, (আজকের পত্রিকা), এ্যাড মো. মনিরুল ইসলাম (মানব জমিন), গাজী তাহের লিটন (এবিনিউজ)।
সভার সভাপতিত্ব করেন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক শিমূল চৌধূরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন খলিল উদ্দিন ফরিদ, ছোটন সাহা, মনিরুল ইসলাম, আদিল হোসেন তপু, ইয়াছিনুল ঈমন, নুরে আলম প্রমুখ।
এ সময় বক্তরা সংগঠনকে আরো গতিশীল করার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। একই সাথে নির্যাতিত সকল সাংবাদিকদের পাশে থাকার ঘোষাণা দেন।
-এফএইচ