

শনিবার ● ৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর » মনপুরায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২চেয়ারম্যান গ্রæপের মধ্যে সংঘর্ষ , আহত-১০
মনপুরায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২চেয়ারম্যান গ্রæপের মধ্যে সংঘর্ষ , আহত-১০
মনপুরা প্রতিনিধি: মনপুরায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর গ্রুপের মধ্যে নিজেদের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটনা ঘটে। আসন্ন ইউনিয়ন পরিষদের নমিনেশন পেতে আদিপত্য বিস্তার চেষ্ঠা উভয় গ্রুপের। শুক্রবার সকালে ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক ফাজিল ডিগ্রী মাদ্রাসার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মনপুরা ইউনিয়ন যুবলীগ সম্পাদকসহ ১০ জন আহত হয়। এই সময় কাউয়ারটেক মোড়ে ১টি চায়ের দোকান ভাংচুর করা হয়েছে। এছাড়াও চেয়ারম্যান সমর্থিত ৩ ব্যবসায়ীর দোকাপাঠ ভাংচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রন আনেন। এই ঘটনায় এলাকায় থম থম অবস্থা বিরাজ করছে। যে কোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। চৌমুহনী বাজার ও নতুন রামনেওয়াজ বাজারে বর্তমান চেয়ারম্যান সমর্থিত তিন ব্যবসায়িক প্রতিষ্ঠা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান। পরে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদের নের্তৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করছে। সংঘর্ষে আহতরা হলেন, চেয়ারম্যানের ভাই বিআরডিবি চেয়ারম্যান আবদুস সালাম, অপর ভাই ্ইউনিয়ন যুবলীগ সম্পাদক মিজান, জিহাদ হোসেন, অভি, মোঃ কাসেম, শাকিব, তসলিম, গিয়াস ও বেলাল। এদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এছাড়াও ভাংচুরকৃত তিন ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো, চেীমুহনী বাজারের শাকিব ইলেকট্রনিক্স, নতুন রামনেওয়াজ বাজারে গিয়াসের কসমেটিক্স ও রুবি বস্ত্র বিতান, কাউয়ারটেক সুজনের চায়ের দোকান।প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, সকাল ৯ টায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার কাউয়ারটেক মোড়ে সুজনের চায়ের দোকানে চা খেতে আসেন। চায়ের দোকনে বর্তমান চেয়ারম্যান আলমগীর ছোট ভাই মিজান ও ছালাম আসে। পরে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের সাথে বর্তমান চেয়ারম্যানের ভাইদের সাথে কথাকাটা -কাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ব্যাপারে মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর জানান, যুবদল থেকে আ’লীগ যোগদান করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে আলাউদ্দিন। এখন সে আ’লীগের টিকেট পেতে ও রাজনৈতিক প্রভাব বিস্তার করতে আমার বাড়িতে হামলা চালিয়ে লুঠপাঠ সহ আমার মা ও ভাইকে মারধর করে। তিনি আরও জানান, এর আগে এই লাঠিয়াল বাহিনীর নেতা আলাউদ্দিন হিন্দুদের জমি দখল করছে।
এই ব্যাপারে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি সকালে কাউয়ারটেক মোড়ে চা খেতে চায়ের দোকানে বসি। হঠাৎ দেখি বর্তমান চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর এর ভাই ছালাম ও মিজান এসে আমাকে হুমকি দেয়। আমি কেন এই মোড়ে এসেছি। আমার চোখের দিকে আঙ্গুল তুলে আমাকে অপমান করতে চাইলে আমার সাথে থাকা লোকের সাথে হাতাহাতি হয়। পরে আমি বাড়ীতে চলে আসি। আমার বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যানের সকল অভিযোগ মিথ্যা।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পায়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ছালাহউদ্দিন/রাজ