

বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম হাওলাদার মাঠ চষে বেড়াচ্ছেন
বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম হাওলাদার মাঠ চষে বেড়াচ্ছেন
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাত ইউনিয়নের ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দ পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও মেম্বার প্রার্থীরা। সকাল হতে গভীর রাত পর্যন্ত চলছে তাদের প্রচার ও প্রচারণা। সবাই ভোটারদের মন জয় করতে প্রতিযোগিতায় নেমেছেন। মা বোনদের মন জয় করতে বিভিন্ন গানের ছন্দে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে টবগী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম হাওলাদার অটোরিক্সা প্রতিক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিক হাতে পেয়ে বুধবার সকাল হতে তিনি টবগী ৮নং ওয়ার্ড মুলাইপত্তন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মা বোন সহ ভোটারদের কাছে দোয়া চেয়ে আগামী ২৬ ডিসেম্বর তার পক্ষে ভোট প্রার্থনা করেন।
টবগী স্বতন্ত্র প্রার্থী মো. জসিম হাওলাদার বলেন, জনগণের জোরালো দাবীর মুখে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। গণ সংযোগকালে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। তরুণ ভোটার ও মুরব্বিরা আমার সাথে গণ সংযোগে মাঠে কাজ করছে। আমাকে শতভাগ জয়ের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন টবগী ইউনিয়নের জনগণ। তারা পরিবর্তন চায়। সে জন্য তারা সবাই আমার জন্য কাজ করছে।
তিনি আরোও জানান, জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
-মালেক /ফরহাদ