

বুধবার ● ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » চরফ্যাসনে যাত্রীবাহী বাস উল্টে আহত- ২২
চরফ্যাসনে যাত্রীবাহী বাস উল্টে আহত- ২২
সেলিম রানা: ভোলার চরফ্যাসনে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে চরফ্যাসন- দক্ষিণ আইচা সড়কের এওয়াজপুর ইউনিয়নের পানিরকল রাস্তার মাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েও নারী পুরুষ যাত্রী রয়েছেন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জানা গেছে, দুপুরে বাসটি (ভোলা ব- ০৫০০৫৪) চরফ্যাসন থেকে দক্ষিণ আইচা যাত্রী নিয়ে আসছিলেন । পানিরকল রাস্তার মাথায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
-এফএইছ