

সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের নির্বাচন স্থগিত
চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের নির্বাচন স্থগিত
বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন চর ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটার তালিকা পুনবিন্যাস নতুন গ্যাজেট না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ইউনিয়নের ভোটগ্রহণ বন্ধ থাকবে।
ঢালচর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, চর নিজামে নতুন তিনটি ওয়ার্ড ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড ও মাঝির খাল ৪ নং এবং চরতাড়ুয়া ৫নং ওয়ার্ডের ভোটার তালিকা পুনবিন্যাস নতুন গ্যাজেট না হওয়ায় নির্বাচন কমিশন থেকে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এব্যাপারে ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল-মামুন বলেন, তৃতীয় ধাপে চরফ্যাশনের আটটি ইউপির ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু ঢালচর ইউপিতে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাই সাতটি ইউপিতে ভোটগ্রহণ হবে। গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত একটি আদেশ হয়েছে। তা ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। তাই ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এদিকে, হঠাৎ করেই ভোটগ্রহণ স্থগিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নের ভোট গ্রহণের কথা ছিল।
বিএন/এফএইচ