

বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের নোটিশ নিয়ে তোলপাড়!
চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের নোটিশ নিয়ে তোলপাড়!
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদারের দেয়া নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। এমন বিজ্ঞপ্তি জারি করার ঘটনা এখন টক ওফদ্যা টাউন। তার নির্দেশ মোতাবেকচুলকাটাতেহবে। যদি মালিক ও কারিগরগনতারনির্দেশের বাইরে অন্য স্টাইলেচুলকাটেতাদেরআইনিব্যবস্থা নেওয়াহবে। নোটিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার জাহানপুর ইউনিয়নে সর্বত্র নোটিশ লাগিয়ে দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে চেয়ারম্যানউল্লেখ করেন, সুন্নতিকাটিং, ডিফেন্স/আর্মি কাটিংছাড়া অন্য কোনও স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও নরসুন্দরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ২৫ অক্টোবর এ বিজ্ঞপ্তি প্রচারের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২৭ অক্টোবর চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার তার নিজআইডিতে উক্ত বিষয় নিয়ে ক্ষমা চেয়ে পোষ্ট করেন। কয়েক ঘন্টা পরে তা আবার ডিলেট করে দিয়েছেন। স্থানীয় জাহানপুর এলাকায় এই বিষয়টি প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলে তুষারের বিরুদ্ধে।
এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। গুঞ্জন চলছে বিভিন্ন সচেতন মহলে। চলতি বছরে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে প্রথম বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নাজিম উদ্দিন হাওলাদার। বাংলাদেশ সংবিধানের ৩১ ও ৩২ ধারা লঙ্ঘন করে মানুষের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার ক্ষুন্ন করে এমন বিজ্ঞপ্তি জারি করায় ক্ষুব্ধু স্থানীয়রা। এ বিষয়ে চেয়ারম্যান নাজিম বলেন, ‘আমি স্থানীয় মুসলিমদের সঙ্গে কথা বলে ২৫ অক্টোবর নোটিশ জারি করেছি। তবে কতটুকু সঠিক করেছি বা ভুল করেছি আমিদ্বিধা-দ্বন্ধেআছি এখন। অন্যাদকে কিশোরকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘আমার ছেলে তুষারের সঙ্গে স্থানীয় জসিমের ছেলের বাক-বিতন্ডা হয়েছে। আমি তা ফয়সালা করে দিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ইউপি চেয়ারম্যান এমন বিজ্ঞপ্তি দেয়া উচিত হয় নি।
-রাজ