

রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর » ভোলা প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত, প্রার্থীদের ক্ষোভ
ভোলা প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত, প্রার্থীদের ক্ষোভ
এইচ এম নাহিদ: ভোলা প্রেস ক্লাব নির্বাচন আবারো স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থী ও সাধারণ সদস্যরা বিষয়টি নিয়ে ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোলা প্রেস ক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর রোববার মনোনয়ন পত্র দাখিলের দিন ধার্য্য ছিল। কিন্তু পূর্ব নোটিশ ছাড়াই রবিবার মনোনয়ন পত্র দাখিলের দিন নির্বাচন স্থগিত করা হয়। এই মর্মে নির্বাচন পরিষদ চেয়ারম্যান কর্তৃক একটি নোটিশ জাড়ি করা হয়।
নোটিশ সূত্র থেকে জানা গেছে, প্রেস ক্লাবের জনৈক সদস্যর আবেদনের প্রেক্ষিতে নির্বাচন পরিষদ চেয়ারম্যান নির্বাচন স্থগিত করে দেন। ইতি পূর্বে ও মামলা সংক্রান্ত কারনে নির্বাচন স্থগিত হয়েছিল।
প্রেস ক্লাব সূত্র থেকে জানা যায়, তফসিল ঘোষণার পূর্বে প্রেস ক্লাবের নির্বাহী কমিটি গত ৩০ নভেম্বর তাদের মেয়াদকালিন সর্বশেষ সভায় প্রেস ক্লাবের ৬ জন সদস্যর মাসিক চাঁদা না দেয়ার অভিযোগ এনে তাদের ভোটাধিকার সহ সদস্য পদ স্থগিত করে ভোটার তালিকা প্রকাশ করেন। এতে সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঐ সদস্যদের মধ্যে সদস্য আব্দুস সহিদ তালুকদার নির্বাচন পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্যপদ পুর্ণবহাল ও ভোটাধিকার চেয়ে একটি আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিষদ চেয়ারম্যান কর্তৃক বিষয়টি মিমাংসার জন্য গঠনতন্ত্রের ২২ অনুচ্ছেদের ক এর ( ৩) ধারাবলে নির্বাচন স্থগিত করেন। এদিকে নির্বাচন প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে এমন নোটিশ দেখে প্রেস ক্লাবের নির্বাহী কমিটির উপর ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছন। ইতিপূর্বে ভোলা প্রেস ক্লাবের ৫০ বছরের নির্বাচনের ধারাবাহিকতায় গত ২০১২ ইং সালের ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানকালে জনৈক সদস্যর মামলার কারনে ঐ নির্বাচনটি স্থগিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে ঐ মামলার রায়ে মহামাণ্য সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের বিচারকের আদেশ অনুযায়ী তৎকালিন কার্য্যনির্বাহী কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সদস্যদের কাগজপত্র যাচাই বাছাই পূর্বক ভোটার তালিকা প্রকাশ করে একটি নির্বাচন অনুষ্ঠান করার আদেশ দিয়ে ছিলেন, কিন্তু মামলায় উল্লেখিত তৎকালিন নির্বাচন পরিষদ পুূনঃনির্বাচন অনুষ্ঠানে অপারগতা প্রকাশ করায় দীর্ঘ ৮ বছর ভোলা প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
এ বিষয়ে বর্তমান নির্বাচন পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন বলেন, সদস্যপদ বাতিল হওয়া একজন সদস্যর আবেদনের পরিপ্রেক্ষিতে সাময়িক ভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে যাহার ব্যাখ্যা নোটিশ উল্লেখ করা হয়েছে।
-এফএইচ