

মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » কুকরি-মুকরি কমিউনিটি ভিত্তিক ট্যুরিজম উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
কুকরি-মুকরি কমিউনিটি ভিত্তিক ট্যুরিজম উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার চর-কুকরি মুকরিতে কমিউনিটি ভিত্তিক ইকো-ট্যুরিজম” উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাংবাদিক, এনজিও ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এফডিএ এর অডিটোরিয়াম কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবার উন্নয়ন সংস্থার বাস্তবায়নে পিকেএসএফ ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল(ইফাদ) এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় এই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ)নির্বাহী পরিচালক মো.কামাল উদ্দিনের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি ছিলেন, পল্লী সহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তা এরফান আলী। এফডিএর নজরুল ইসলাম নান্টুর পরিচালনায় অন্যাদের মধ্যে বক্তব্যে রাখেন, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যাপক স্বপন ঘোষ, যুগান্তর দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, সাংবাদিক জামাল মোল্লা, সজিব শাহরিয়ার, কোস্ট ট্রাস্টের প্রতিনিধি রাশিদা বেগম, এফডিএর সমন্বয়কারী সংকর চন্দ্র দেবনাথ প্রমুখ।
-এমএএইচ/এফএইচ