

রবিবার ● ১৯ মে ২০১৯
প্রথম পাতা » জাতীয় » ১ টি ঝুঁকিপূর্ণ আশ্রয়ণ কেন্দ্রই চরপাতিলাবাসীর ভরসা!
১ টি ঝুঁকিপূর্ণ আশ্রয়ণ কেন্দ্রই চরপাতিলাবাসীর ভরসা!
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের চর পাতিলায় প্রায় ৪ হাজার মানুষের জন্য রয়েছে ঝুঁকিপুর্ণ একটি আশ্রয় কেন্দ্র। এখানে বড় ধরণের দুযোর্গে বসতিদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ করলে ও নিরাপত্তাহীনতার কারণে সেখানে কেউ আশ্রয় নিতে যায় না।
জানা গেছে, চরকুররী মুকরি ৯ নং ওয়ার্ডের চরপাতিলায় ১৯৯১ সালের বন্যা পরবর্তীতে আশ্রয় কেন্দ্র সাইক্লোন সেল্টারটি নির্মাণ করা হয়। তার পর থেকে আশ্রয় কেন্দ্র সাইক্লোন সেল্টারটি মেরামত না করার কারণে নিচের ভিমগুলো নষ্ট হয়ে রড দেখা যাচ্ছে এবং চরপাতিলার চারপাশে কোন বেঁড়িবাধ না থাকায় বর্ষার মৌসুমে প্রায় সময় অতিরিক্ত জোয়ারের পানিতে এলাকাবাসী পানিবন্দী অবস্থায় থাকতে হয়। গত কয়েক দিন আগে “ফণি’র” প্রভাবে ৭ নম্বার সতর্ক সংকেত থাকা সত্বে ও একমাত্র আশ্রয় কেন্দ্রটি ঝুঁকিপুর্ণ হওয়ার কারণে কেউ আশ্রয় নিতে এখানে আসেনি।
ঘুর্ণিঝড় প্রস্তুতি ও মোকাবিলা কর্মসুচীর চরপাতিলার সিএইচসিপি টিম লিডার মো. নুরনবী বলেন, দুর্যোগ মুহুর্তে বার বার মানুষকে আশ্রয় কেন্দ্র আসার অনুরোধ করলেও সাইক্লোন সেল্টারটি ঝুঁকিপুর্ণ হওয়ার কারণে আশ্রয় নিতে কেউ এই সেল্টারটিতে আসেনি।
চরকুকরী মুকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, দীর্ঘ বছর যাবৎ মেরামতের কোন অর্থ বরাদ্দ না হওয়ায় আশ্রয়কেন্দ্রটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
ঘুর্ণিঝড় প্রস্তুতি মোকাবিলা কর্মসুচীর সহকারী পরিচালক মো. মোকাম্মেল বলেন, আশ্রয় কেন্দ্রটি মেরামত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডি নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন বলেন, পুরাতন আশ্রয় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে। নতুন সাইক্লোন সেল্টার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়েছি। বরাদ্দ আসলে সেখানে নতুন সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে।
-এজে/এফএইচ