

শনিবার ● ১২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » চরফ্যাশন গরু চোরাই সেন্ডিকেটের বিরুদ্ধে মামলা
চরফ্যাশন গরু চোরাই সেন্ডিকেটের বিরুদ্ধে মামলা
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন গরু চোরাই সেন্ডেকেট মূল হোতার মধ্যে ৬জন সনাক্ত করে অজ্ঞাত আসামী করে ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ আইচা থানায় চরকলমী গ্রামের আয়ুব আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। যার নং ৪ তারিখ ১১ জানুয়ারী/১৯ইং।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ুব আলীর ৩ টি গরু চুরি হয়। ওই গরু ধরা পড়ে। ৬ জন আসামীর মধ্যে একজনের বাড়ি লালমোহন উপজেলায়। বাকী আসামীর মধ্যে উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ ৫ জনের বাড়ী নীলকমলে বলে পুলিশ জানিয়েছেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মাসুম তালুকদার বলেন, গরু চুরির ঘটনায় ৬ জনকে সনাক্ত করে অজ্ঞাত ৭ জনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে কোন আসামী গ্রেফতার করা হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহম্পতিবার সকালে দুলাল নামে জনৈক ব্যক্তির কাছে চোরাই গরু পাওয়া গেছে এমন অভিযোগে দুলারহাট থানা পুলিশ নীলকমল থেকে ওই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসে। দুলাল কশাই বলে কার কাছ থেকে গরু ক্রয় করেছে মর্মে নিশ্চিত করার জন্যে দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী ছেড়ে দিয়েছে।
-এমএএইচ/এফএইচ