

বৃহস্পতিবার ● ১৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » আ’লীগ বিপুল সংখ্যক আসনে সরকার গঠন করবে: জ্যাকব
আ’লীগ বিপুল সংখ্যক আসনে সরকার গঠন করবে: জ্যাকব
চরফ্যাশন প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, ঐক্যফ্রন্ট ছেয়ে আওয়ামী লীগ বিপুল সংখ্যক আসন বেশী পেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে। বুধবার সকালে ১০টায় চরফ্যাশন উপজেলার বিছিন্ন দ্বীপ ঢালচর বাজার গণসংযোগ শেষে এক বৈঠকে প্রধান অতিথি হিসাবে এইসব বলেন।
ঢালচর আওয়ামীলীগের সভাপতি ও ইউপি’র চেয়ারম্যান আঃ ছালাম হাওলাদারের সভাপতিত্বে উপমন্ত্রী জ্যাকব আরো বলেন, বিএনপি কোন মুখে ভোট চাইবে। ২০০১ সালের নির্বাচনের পর অত্যাচার নির্যাতনের কথা মানুষ এখনও ভূলেনি। ক্ষমতা থেকে মা-ছেলে মিলে দেশটাকে উন্নয়নের পরিবর্তে লুটপাট নিয়ে ব্যস্থ ছিলেন। বঙ্গবন্ধু হাতে গড়া স্বাধীন সোনার বাংলায় যোগ্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক স্বাবলম্ভী দেশে এসে কোন লর্জায় আজ ভোট প্রার্থীনা করছেন। সাধারণ মানুষ বিএনপির চরিত্র সম্পর্কে জানে। মানুষকে ধোকা দেয়াই হল বিএনপির কাজ। ঐক্যফ্রন্ট সম্পর্কে তিনি বলেন, জামায়াতের ও ডা. কামাল হোসেনের ঐক্যফ্রন্টের প্রতীক হল ধানের শীষ। নিজেদের অস্তিস্ত বলতে কিছু নেই। তারা এখন লেজে গোবরে হয়ে পড়েছে। স্বাধীনতা স্ব-পক্ষে ও বিরোধী শক্তির প্রতীক এক হয়ে গেছে। কিভাবে কি করছে নিজেরাও বলতে পারেনা। আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি মধ্যম আয়ের দেশে পরিনত করতে সহায়ক ভূমিকা পালনের আহবায়ন জানান।
এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, আওয়ামী লীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরকুকরি-মুকরির চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, ঢালচর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম পাটওয়ারী প্রমুখসহ দলীয় ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকালে মনপুরা থেকে ঢালচরে উপস্থিত হলে এ বিছিন্ন দ্বীপের পুরুষ মহিলা একাত্রিত হয়ে স্থানীয় সন্তান উন্নয়ন রূপকার হিসাবে তাকে বরণ করে নেন।
-এমএএইচ/এফএইচ