

শনিবার ● ২০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » শশীভূষণে বৃদ্ধাকে হত্যার ঘটনায় আটক-১
শশীভূষণে বৃদ্ধাকে হত্যার ঘটনায় আটক-১
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৭নং ওয়ার্ডে মৃত্যু সেকান্দর আলীর স্ত্রী জাহানারা বেগম (৬৮) নামক এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে আলম বাদী হয়ে শশীভূষণ থানায় অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ সন্দেহে জাকির হোসেন (৩০) কে আটক করেছে। শুক্রবার রাত ৯টায় নিহতের নিজ বাড়ী দক্ষিণ পাশের ধান খেত থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধা করেছে।
শশীভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আবুল হোসেন বলেন, নিহতের হাতে ও বাহুসহ শরীরের বিভিন্ন অংশে জখম চিহ্ন রয়েছে। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকাদার বলেন, শরীরের চিহ্নে নিশ্চিত করা যায় তাকে হত্যা করা হয়েছে। থানায় মামলা গ্রহণ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সন্দেহে জাকির হোসেন (৩০)আটক করেছে। আটককৃত জাকির হোসেনের সৎমা বলে জানা গেছে।
জাহানারার স্বামী সেকান্দর আলী মারা যাওয়ার পর সে অহিদউল্যাহ নামক জনৈক ব্যক্তিকে বিবাহ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ সনাক্ত করা যায়নি।
-এমএএইচ/এফএইচ