

রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » আ’লীগ সরকার দেশে নজর কাড়ার মত উন্নয়ন করেছে : জ্যাকব
আ’লীগ সরকার দেশে নজর কাড়ার মত উন্নয়ন করেছে : জ্যাকব
চরফ্যাশন/দুলারহাট প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশে নজর কাড়ার মত উন্নয়ন করেছেন। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বসী। নৌকার পাল উড়াতে উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। রবিবার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে তার বক্তব্যে এসব কথা বলেন।
উপ-মন্ত্রী আরো বলেন, এ দুলারহাট এক নতুন থানা করা হয়েছে। কোন সড়ক পাঁকা করণের কাজ বাকী নেই। ইতিহাস সৃষ্টি করে চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালত স্থাপন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ নজরুল ইসলামের কথা স্মরণ করে বলেন, আমার পিতাকেও দল-মত নির্বিশেষে সবাই ভালবেসেছিলেন। আপনারা দল-মত নির্বিশেষে জনগণের সেবক হিসাবে কাজ করে যাবেন।
বিএনপির রাজনীতি প্রসঙ্গে উপ-মন্ত্রী বলেন, যে দলের প্রধানমন্ত্রী চরফ্যাশন এসে একটি লঞ্চ লাইন চালু এবং চরফ্যাশন কলেজকে সরকারি করার ঘোষণা দিয়েও তা বাস্তবায়ন করতে পারেনি তার দলের এমপি মন্ত্রীদেরকে দিয়ে মানুষ কি আশা করতে পারে? জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদের সেই আমানতের ভোটের অপব্যবহার করিনি। আমরা উন্নয়ন করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকার পাল উড়ানোর আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামীলীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, স্থানীয় নুরাবাদ আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন মাস্টার, আহম্মদপুর সভাপতি ফখরুল ইসলাম, নীলকমল ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও নুরাবাদ ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
-এমএএইচ/এফএইচ