

বুধবার ● ১২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » শশীভূষণে রুহুল আমিন জমাদারের মৃত্যুতে উপ-মন্ত্রীর শোক
শশীভূষণে রুহুল আমিন জমাদারের মৃত্যুতে উপ-মন্ত্রীর শোক
শশীভূষণ প্রতিনিধি: শশীভূষণ বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রুহুল আমিন জমাদার (৭৫) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় কিডনী রোগে দীর্ঘদিন আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) এমপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আলহাজ্ব আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মিলিটারী, রসুলপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আধ্যাপক আ. খ.ম ইউনুছ, সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, শশীভূষণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাকসুদুর রহমান রুবেল, সিনিয়র সহ-সভাপতি এম. খুরশিদ আলম প্রমুখসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ী মহল, সূধী সমাজসহ কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন। নামাজের জানাজা শেষে তাকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
-এমকেএ/এফএইচ