

শুক্রবার ● ৩১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » শশীভূষণে বিয়ে বাড়িতে রং ছিটানো নিয়ে বৃদ্ধা নিহত
শশীভূষণে বিয়ে বাড়িতে রং ছিটানো নিয়ে বৃদ্ধা নিহত
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ রাসুলপুর ৪নং ওয়ার্ডে বিয়ে বাড়ীতে বেড়াতে এসে রং ছিটানো কেন্দ্র করে শাহেনুর বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের বাড়ী বরিশালের মেহিন্দিগঞ্জ শ্রীপুর গ্রামের। এ বিষয়ে নিহতের মেয়ে কুলছুম বাদী হয়ে ৪ জন আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ শাহেব আলী মিঝিকে আটক করে শুক্রবারে জেল হাজতে প্রেরণ করেছেন।
পুলিশ জানায়, বৃহম্পতিবার রসুলপুর গ্রামের মুনসুর মিঝি বাড়ীতে নুরনবী নামক জনৈক ব্যক্তির বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে শরীরে রং ছিটানোকে কেন্দ্র করে এক পর্যায়ে শাহেনুর বেগমের উপর শাহেব আলী মিঝিরা হামলা চালায়। তাকে বৃহম্পতিবার রাতে চরফ্যাশন হাসপাতালে ভর্তি কর হলে শুক্রবার ভোর সাড়ে ৩ টায় মারা যায়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি হানিফ সিকদার জানান, নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামীর মধ্যে শাহেব আলীকে আটক করে শুক্রবারে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
-এমএএইচ/এফএইচ