

বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদ্যাপিত
নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদ্যাপিত
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার নবগঠিত দুলারহাট থানাধীন নুরাবাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে (২২ শে ফেব্রুয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। কর্মসূচী মধ্য রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরাবাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০নং পশ্চিম নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মিজান হাওলাদার। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ নোমান হোসেন, বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ সুমন ও ৭ম শ্রেণির ছাত্রী আরজু বেগম।
বক্তরা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কারণে আজ বাংলা ভাষা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে। বাঙালী জাতি হিসেবে আমরা মাতৃভাষা পেয়ে গর্বিত। বাংলা ভাষা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অধিকাংশ দেশে বাংলা ভাষা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবূ ছালেহ মোঃ হানিফ। অনুষ্ঠান শেযে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।
-এমএএইচ/এফএইচ