

শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » নুরাবাদ স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
নুরাবাদ স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার নবগঠিত দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এ কমিটি অনুমোধন দেন।
কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মেহদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ‘লীগ নেতা ও ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোসেন বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ম্যালেটারী। ইউসুফ আলী মাষ্টার কে সভাপতি, গিয়াস আল মামুন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, স্থানীয় আওয়ামী সভাপতি শাহাবুদ্দিন মাস্টার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ প্রমুখ। আসন্ন জাতীয় নির্বাচনে চরফ্যাশনের সংসদ সদস্য উপ-মন্ত্রী আব্দুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপির হাতকে শক্তিশালী করতে এই শক্তিশালী কমিটি গঠিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
-এমএএইচ/এফএইচ