

মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » দুলারহাট থানার উদ্বোধন বৃহস্পতিবার
দুলারহাট থানার উদ্বোধন বৃহস্পতিবার
একেএম গিয়াসউদ্দিন, দুলারহাট প্রতিনিধি: থানা উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে সাজ সাজ রব করছে দুলার হাট। আগামী (৪ জানুয়ারী) বৃহস্পতিবার থানার উদ্বোধন করা হবে।অনুষ্ঠানকে সফল করার লক্ষে মঙ্গলবার দুপুরে দুলার হাট বাজারের র্যা লী বের করে সকল সড়ক পদিক্ষণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নুরাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মো: শাহাবুদ্দিন মাস্টার, মুজিব নগর ইউনিয়নের চেয়ারম্যান আ. ওদুদ মিয়া সহ দুলার হাট থানার সকল আ’লীগের নেতাকর্মী ও সমর্থক। এসময় ৪ জানুয়ারী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করার সহ উদ্বোধনী অনুষ্ঠানের দুলার হাট থানার সকল নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সকলকে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়।
ভোলা-৪ আসনের এমপি আলহাজ্ব আবদুল্লাহ আলইসলাম জ্যাকবের আগমন উপলক্ষে সাজ সাজ রব থানার অলিগলি ও নীলিমা জ্যাকব কলেজের মাঠ। সকল সড়ক ও অলিগলিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আলইসলামকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রং বেড়ঙ্গের ফেস্টুন ও গেইট দ্বারা ছেয়ে গেছে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর সোমবার ঢাকায় মন্ত্রী পরিষদ বিভাগ প্রশাসনিক পু্ন:বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভোলা চরফ্যাসন কে বিভক্ত করে দুলার হাটকে থানায় রুপান্তরিত করা হয়।
-এফএইচ