

বুধবার ● ২৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় নারী ও শিশু উন্নয়নে পথ নাটক প্রদর্শন
ভোলায় নারী ও শিশু উন্নয়নে পথ নাটক প্রদর্শন
বিশেষ প্রতিনিধি: নাটক জীবনের কথা বলে, সমাজের কথা বলে। সমাজের অসঙ্গতির কথা বলে। সমাজ সচেতনতায় নাটক অগ্রগামী ভূমিকা পালন করছে। তাই সমাজ পরিবর্তনে ভোলায় শিশু ও নারী উন্নয়নে জনসচেতনতা তৈরি করতে পথ নাটক ‘পরিবর্তন’ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সমাজের কুসংস্কার দূর করে আলোর পথে ফিরিয়ে আনার বার্তা দিয়ে থাকে। মঙ্গলবার ভোলার ধনিয়া ও শিবপুর ইউনিয়নের এই নাটক পরিবেশন করা হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে শিশু সংগঠক “স্বপনীল ” এই নাটক পরিবেশন করে।
নাটকে বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু শাস্তির ওপর জনসচেতনতা ও পরিবর্তন করতে এই নাটক পরিবেশন করা হয়। নাটক পরিবেশন করেন- স্বপনীল শিশু সংগঠক এর - ডেভিট, ইভান, হাসান, মীম, শিপু, সুরভী, মাওয়া, দীপু, অগ্র, রুবেল প্রমুখ ।
-এএইচটি/এফএইচ