

মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » ভোলার চরসেমাইয়ার নতুন হাটে ৩ ব্যাপী তাফসিরুল কুরআন মাহ্ফিল
ভোলার চরসেমাইয়ার নতুন হাটে ৩ ব্যাপী তাফসিরুল কুরআন মাহ্ফিল
স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলার চরসেমাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন হাটে এবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ১০ তম তাফসিরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠান। ২, ৩, ৪ জানুয়ারী ২০১৭’র ৩দিন ব্যাপী এই ইসলামী জলসায় দেশের প্রক্ষ্যাত আলেমগণ এই মাহ্ফিলে তাফসির করবেন। প্রয়াত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে তাফসির করিবেন বাংলাদেশ বেতার চট্রাগ্রামের প্রক্ষ্যাত আলেম মাওলানা ক্বারী ইব্রাহীম খলীল, ভোলার লালমোহনের করিমগঞ্জ আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা জামালউদ্দিন সাহেব, ঢাকার নারায়নগঞ্জের বক্তা মাওলানা মোঃ রহুল আমিন সহ স্থানিয় ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক তাফসির করিবেন।
-এইচএমএন/এফএইচ