

মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কবির কবিতা » মুট সঙ্গীত -অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল
মুট সঙ্গীত -অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল
সবুজ শ্যামল দ্বীপ ভোলা
হৃদয়ে জাগে যে দোলা,
জমেছে মিলন মেলা
রোভার মুট উৎসবে।
আমাদের স্বপ্ন আমাদের গান
সবই তোমাদের জন্য,
ডিসেম্বরের বিজয় মাসে
আমরা সবাই ধন্য
সুখী জীবন গড়ব মোরা
দেশের মানুষের জন্য।।
দ্বীপজেলা ভোলার মানুষ মোরা
মেঘনা মোদের সাথী
ধান সুপারী ইলিশ দ্বীপে
সুখেরই ঘর বাঁধি,
তারুণ্য যৌবন সাহসই জীবন
নতূন পৃথিবীর জন্য।।