

বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » নবান্ন উৎসবের মাধ্যমে বোরহানউদ্দিন শিল্পকলার যাত্রা শুরু
নবান্ন উৎসবের মাধ্যমে বোরহানউদ্দিন শিল্পকলার যাত্রা শুরু
বোরহানউদ্দিন প্রতিনিধি: বহুপ্রতিক্ষার পর অবশেষে বোরহানউদ্দিন শিল্পকলা একাডেমি খুজে পেল তার নিজ ঠিকানা। বুধবার বিকালে শিল্পকলা ভবনে ১৪২৩ বঙ্গাব্দে নবান্ন উৎসব পালনের মাধ্যমে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এই উপলক্ষ্যে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আঃ কূদদুস নেতৃত্বে র্যালি ও জেলা প্রশাসকের স্ত্রী কানিজ ফাতেমা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মো.আঃ কূদদুস, অতিরিক্ত জেলা প্রশাসকের স্ত্রী উর্মী ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর স্ত্রী শাহানাজ পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাফরুজা ইয়াসমিন প্রমূখ।
এসএম/এফএইচ