শিরোনাম:
●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
ভোলা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লাইফস্টাইল » কোথাও ঘুরতে যাওয়ার আগে
প্রথম পাতা » লাইফস্টাইল » কোথাও ঘুরতে যাওয়ার আগে
৬০৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোথাও ঘুরতে যাওয়ার আগে

 ---

ডেস্ক: ভাবছেন কোনো দর্শনীয় স্থানে ঘুরতে যাবেন? সে হোক দেশে কিংবা দেশের বাইরে। ঘুরতে যাওয়ার আগে নিজের প্রস্তুতিটা যথাযথ হওয়া চাই। জেনে নিন ঘুরতে যাওয়ার প্রয়োজনীয় কিছু টিপস

. ঘোরার জন্য লাগেজের থেকে ব্যাকপ্যাক অনেক ভালো। বহন করতে অনেক সুবিধা। আর ব্যাকপ্যাক ওয়াটারপ্রুফ হলে বেশি ভালো।

. যদি ব্যাকপ্যাক ওয়াটারপ্রুফ না হয় তবে ব্যাগের ভেতরে বড় পলিথিন রাখুন। তার ভেতর কাপড় নিন। সবচাইতে ভালো হয় প্রতিদিনের কাপড় এক সেট করে একটা পলিথিন ব্যাগে ভরুন এভাবে প্রতিদিনে বা প্রতি বেলার কাপড় আলাদা আলাদা পলিথিন ব্যাগে রাখুন।

. বাস বা লঞ্চ যেটাতেই চড়ুন না কেন ব্যাগ মাটিতে বা মেঝেতে রাখার জন্য  ব্যাগের নিচে পলিথিন অথবা কাগজ ব্যবহার করুন। এতে ব্যাগে ময়লা লাগবে না।

. ভ্রমণের জন্য সবসময় পাতলা ও তাড়াতাড়ি শুকাবে এমন পোশাক নির্বাচন করুন। যদি সিনথেটিক কাপড়ে আপনার সমস্যা না হয় তাহলে সিনথেটিকের পোশাকই সব চাইতে ভালো।

. যে কাপড় ভেজাবেন সেটা যদি শুকাতে না পারেন তাহলে ভালোমতো চিপে পানি নিঙড়ে কয়েকবার ঝাড়া দিন। তারপর ভাঁজ করে যে পলিথিন থেকে বের করেছেন সেটাতেই ভরে রাখুন।

. শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, প্রেটোলিয়াম জেলি, যা লিক হয়ে অন্য জিনিসপত্র নষ্ট করে দিতে পারে। এই সব জিনিস অবশ্যই আলাদা আলাদা ও একটু মোটা পলিথিনে রাখুন। যেন সহজে ছিঁড়ে বের হতে না পারে। আর চেষ্টা করুন সব কিছু ছোট সাইজ বা মিনিপ্যাক নেওয়ার।

. ভ্রমণের জন্য কখনই মোটা তোয়ালে নেওয়া উচিৎ না। কারণ তোয়ালে সহজে শুকায় না। তাই সবসময় পাতলা সুতির গামছা নিন।

. গোসলের জন্য এক সেট পাতলা সিনথেটিকের পোশাক নিলে ভালো হয়। আর প্রতিবার গোসলের সময় ওইটাই পড়ে নিয়ে আর ভেজা কাপড় জমবে না।

. ভ্রমণের সময় যদি বর্ষাকাল হয় তাহলে অবশ্যই সাথে রেইন কোট, ছাতা, প্লাস্টিকের জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন। সঙ্গে অতিরিক্ত পলিথিন রাখুন যাতে মোবাইল, ঘড়ি, ক্যামেরা নিরাপদে রাখতে পারেন।

. আপনি যদি বনে জঙ্গলে ক্যাম্প করে থাকেন তাহলে তো আপনাকে তাবু, বালিশ, চাদর, রান্না খওয়ার জিনিসপত্র সব নিতেই হবে। তবে খেয়াল রাখবেন পানির মগ, প্লেট, বাটি সব যেন স্টিলের হয়। কারণ স্টিলের জিনিসপত্র হালকা হয়। আর প্রয়োজনে মগে চা, প্লেটে খাবার গরম বা রান্না করে খেতে পারবেন।

 আর যেখানেই যাবেন চেষ্টা করবেন গরম গরম খাবার খেতে। এতে অসুস্থ হওয়ার শঙ্কা কম থাকে। বাসি, ঠাণ্ডা, অনেক মশলা যুক্ত এবং অপছন্দের খাবার না খাওয়াই ভালো।

. আপনি যদি পানিতে ভ্রমণ করেন তাহলে অবশ্যই লম্বা হাতার পোশাক পরুন। এবং সান্সক্রিম লাগাতে ভুলবেন না। কারণ পাহাড় বা জঙ্গলে আমাদের ত্বক শুধু পুড়ে যায়, আর পানিতে সূর্যের তাপ ও পানির ভাপের কারণে ত্বক সেদ্ধ হয়ে যায়। তাই ত্বকে ও চেহারায় একটা রুক্ষ ভাব চলে আসে। তাই সতর্ক থাকুন।

. যদি বর্ষার সময় একদিনের জন্য কোথাও যান তাহলেও সাথে এক সেট অতিরিক্ত পোশাক রাখুন। হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে বদলে নিতে পারবেন।

. সবসময় শুকনা খাবার রাখুন। চকলেট, বিস্কিট, বাদাম, ওটস্, ড্রাইফ্রুটস ইত্যাদি এয়ারটাইট বক্সে ভরে সঙ্গে রাখুন।

. যেখানেই যান সাথে পানির বোতল, সানগ্লাস, ছাতা, খাবার স্যালাইন, ছুরি, গ্যাস লাইটার, মাথা ব্যথার ওষুধ ও প্রাথমিক চিকিৎসার বক্স রাখুন। সবসময় সাথে রাখুন।

. প্রয়োজনীয় মোবাইল নম্বর রাখুন। যাতে দরকারের সময় কাজে লাগে। যেমন হাসপাতাল, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস এদের নম্বর সংগ্রহ করে রাখতে পারেন।

. যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে পরিচিত কেউ থাকলে তাকে আগে থেকেই জানিয়ে রাখুন। প্রয়োজনের সময় পরিচিত মানুষটি আপনার পাশে দাঁড়াতে পারবে সহজে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।