শিরোনাম:
●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
ভোলা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলার সংবাদ
রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চলে যাচ্ছেন ভোলাবাসীর প্রিয় এসপি মনিরুজ্জামান
প্রথম পাতা » প্রধান সংবাদ » চলে যাচ্ছেন ভোলাবাসীর প্রিয় এসপি মনিরুজ্জামান
৬১৪ বার পঠিত
রবিবার ● ৩ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলে যাচ্ছেন ভোলাবাসীর প্রিয় এসপি মনিরুজ্জামান

 ---

বিশেষ প্রতিনিধি: জেলা শহরে সরকারী পদস্থ দুজন কর্মকর্তার উপর অনেকটা ভরসা করেই চলেন সাধারণ মানুষ। সরকারের প্রতিনিধি হিসাবেই জেলা প্রশাসক পুলিশ সুপার মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। ডিসি বা এসপি কারো সাথে খারাপ ব্যবহার করলে সরকারের প্রতি জেলার মানুষের নেতিবাচক ধারণা তৈরী হয়। সাধারণ মানুষ মনে করেন এমন খারাপ সরকারের আমলে এর চেয়ে আমরা গরীব মানুষ আর কি আশা করতে পারি। আবার ভাল কাজের জন্য সরকারের প্রশংসা করেন মানুষ। কিন্ত সব জেলা প্রশাসক আর সব পুলিশ সুপার একই রকম তো হয় না। ব্যক্তিগত ব্যবহার আর আচার আচরণের পাশাপাশি নিজের ন্যায় নীতিতে কেউ কেউ জেলাবাসীর মন জয় করে ফেলেন। তাদের বিদায়ের সময় বেজে উঠে বিহগলের করুন সুর। আবার এমনও আছেন যে নিজের অধিনস্থরা সর্বদা সৃস্টি কর্তার নাম যপতে থাকেন। কখন মাথার উপর থেকে আপদ দূর হবে সেই দোয়াই করেন তারা। সব কর্তা বাবুরা সহকর্মীদের যখন চক্ষুসূল হয়ে থাকেন তখন আর সাধারণ মানুষের দৃষ্টিতে তারা কতটা খারাপ বিবেচিত তা বলার অপেক্ষা রাখে না।

---

ভোলাবাসীর কাছে যেমন চিরকাল প্রিয় মুখ হয়ে থাকবেন সাবেক জেলা প্রশাসক মো. সেলিম রেজা ঠিক তেমনি ভোলার সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছেন তিনি এসপি মনিরুজ্জামান। পুলিশ অফিসার হিসাবে দক্ষ এবং মানুষ হিসাবে এক সরল প্রাণ মনিরুজ্জামান। এসপি দায়িত্ব পালনে তিনি ভোলায় সৃষ্টি করেছেন নয়া রের্কড তিনি গাঙ্গেয় অববাহিকার দ্বীপজেলা ভোলার এসপি হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করেন ২০১৩ সালের ফেব্রুয়ারী। আর দায়িত্ব তিনি ছাড়বেন আগামী ১২ জুলাই। অর্থাৎ বৃহত্তর জেলার পুলিশ সুপার হিসাবে তিনি প্রায় সাড়ে বছর দায়িত্ব পালন করেছেন। যা ইতিপূর্বে আর কোন পুলিশ সুপার এত দীর্ঘ সময় কাল ভোলায় দাযিত্ব পালন করতে পারেনি। তাই এসপি মনিরুজ্জামান নিজেই রসিকতার সুরে বলেনআমি হলাম ভোলার ইতিহাসে সর্বোচ্চ সময়ের এসপি ভোলার মানুষের ভালবাসায় সিক্ত হয়েই তিনি এই দীর্ঘ সময় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।

 ---

বিশাল আয়াতনের জেলায় নতুন দুটি থানা গঠনের পর মনিরুজ্জামান প্রথম টি থানার সম্বনয়ে জেলা পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগের এসপিদের দায়িত্ব ছিল মোট ৭টি থানার। এসপি মনিরুজ্জামানের আগে মোখলেসুর রহমান জেলায় দুবার এসপি দায়িত্ব পালন করেন। জেলা ঘোষণার পর মোখলেসুর রহমান ছিলেন ভোলার প্রথম পুলিশ সুপার। ১৯৯৬ সালে তিনি দ্বিতীয় বারের মত পুলিশ সুপার হিসাবে বরগুনা থেকে বদলী হয়ে দায়িত্বভার গ্রহণ করেন। তিনিও এক মেয়াদে এতদিন ভোলার এসপি হিসাবে দায়িত্বে ছিলেন না। নদী বেষ্টিত দ্বীপ জেলার মানুষের মন জয় করতে অপরাধ দমনে এসপি মনিরুজ্জামান এক দৃষ্টান্ত হয়ে রইলো ভোলার মানুষের কাছে। তিনি যোগদানের পূর্বে টি থানা নিয়ে গঠিত জেলা ভোলার চরফ্যাশন উপজেলার অভ্যন্তরে নতুন দুটি থানা গঠনের পাশাপাশি বৃদ্ধি পায় বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি। একই সাথে জনবল বেড়েছে জেলা পুলিশের।

---

সবদিক সামাল দিয়েই তিনি তার বিচক্ষণতাকে কাজে লাগিয়ে জেলার পুলিশ ফোর্সকে মানুষের সেবায় নিয়োজিত করেছিলেন। যে কারনে মানুষ এসপি মনিরুজ্জামানের নাম শুনলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন। নিজ বাহিনীর বাইরে তিনি সুনাম ছড়িয়েছেন ভোলার বিচ্ছিন্ন উপদ্বীপ মনপুরা সৌন্দর্য্যরে লিলা ভূমি চরকুকরি মুকরি পর্যন্ত। কুষ্টিয়ায় জন্ম গ্রহণকারী পুলিশ কর্মকর্তা খুব সহজেই সাধারণ নিরহ মানুষের আপন হয়ে উঠেন। ২০তম বিসিএস ক্যাডার হিসাবে পুলিশ বাহিনীতে যোগদানের পর তিনি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসাবে তিনি সুনামের সাথে দাযিত্ব পালন করেছেন। তিনি ডিসি (ট্রাফিক) হিসাবে দায়িত্ব পালন কালে সড়ক পথের যান-বাহন থেকে সাজেন্ট ট্রাফিক কনস্টেবলরা বেপরোয়া চাঁদাবাজী কিংবা তোলাবাজী করতে পারেননি। বরং অহেতুক কোন যানবাহন চালককে হয়রানী করলে সেই সাজেন্টকে শাস্তি পেতে হতো। আবার বেপরোয়া -বে-আইনী যানবাহনের ব্যাপারে পুলিশ অফিসার হিসাবে তিনি ছিলেন কঠোর মনোভাবের।

---

সাধারণ জনগণের সাথে আলাপ করে জানা যায়, সাড়ে তিন বছরের দায়িত্ব পালন কালে কখনোই তাকে অমানবিক কোন আচরণ করতে দেখা যায়নি। আবার নিজের বাহিনীর সদস্যদের প্রতি ছিলেন অতি যতœবান। অহেতুক হয়রানী করে কোন পুলিশ সদস্য তার হাত থেকে রক্ষা পেত না। আবার ভাল কাজের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করাই ছিল তার কাজ। পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়া ভোলার সাংবাদিক আফজাল হোসেনের মুখেও এসপি মনিরুজ্জামানের প্রশংসা শোনা যায়। সাংবাদিক আফজাল জানান, অতীতে এমন জনবান্ধব পুলিশ সুপার ভোলায় দেখা যায়নি। একই রকমের মন্তব্য করেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল আলম মিঠু অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন লাবু। ভোলায় শাসক দলের একাধিক গ্রুপ থাকলেও এসপি মনির কোন গ্রুপের পক্ষ হয়ে প্রতিপক্ষের উপর দমন নিপীড়ন চালাননি। যে কারণে দলমত নির্বিশেষে তার বিদায়ে সকলেরই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

পুলিশ সুপার মনিরুজ্জামানকে গত বছর ঢাকার এসবিতে বদলী করা হয়। তবে তার স্থলাভিষক্ত কাউকে ভোলায় বদলী না করায় তিনি গত এক বছর দায়িত্বে বহাল ছিলেন। অতি সম্প্রতি সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার সহ যে ১৩ জন পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। তারমধ্যে একজন উপ-পুলিশ কমিশনারকে সিএমপি থেকে ভোলার এসপি হিসাবে বদলী করা হয়। উপ-পুলিশ কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি তার দীর্ঘ দিনের কর্মস্থল ভোলা ত্যাগ করবেন।

পুলিশ সুপার মনিরুজ্জামান তার এমন বিদায় সম্পর্কে প্রতিবেদককে বলেন-মহান সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করছি যে- এসপি হিসাবে দায়িত্ব পালন কালে বৃহত্তর জেলায় বড় ধরণের কোন অপরাধ সংঘটিত হয়নি। জন্য শান্তি প্রিয় ভোলাবাসীর অবদানকে তিনি কৃতজ্ঞতার সাথে স্বীকার করে বলেন,স্থানীয় মানুষের সার্বিক সহযোগিতা ছাড়া কখনোই আইন প্রয়োগ করে পুলিশের পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়।

তিনি ভোলার শান্তি প্রিয় মানুষকে সাথে নিয়েই অপরাধ দমনে কাজ করেছেন তবুও তার কোন আচরণে কেউ বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান। একই সাথে বরিশাল মহানগর বাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন- দুটি কর্মস্থলে তাকে সবচেয়ে বেশী সহায়তা করেছেন গনমাধ্যম কর্মীরা। তারা তথ্য উপাত্ত দিয়ে অপরাধ দমনে পুলিশকে যে সহায়তা করেছেন তা সারা জীবন তিনি মনে রাখবেন বলে জানান

ডিএম/এফএইচ





প্রধান সংবাদ এর আরও খবর

উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায়
ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত
ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময়
চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা কাঁচা বাজারের প্রবেশমুখে দোকান নির্মাণ, ব্যবসায়ী-ক্রেতাদের ক্ষোভ! ভোলা কাঁচা বাজারের প্রবেশমুখে দোকান নির্মাণ, ব্যবসায়ী-ক্রেতাদের ক্ষোভ!
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
মনপুরায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ মনপুরায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।