

শুক্রবার ● ১ জুলাই ২০১৬
প্রথম পাতা » কবির কবিতা » বর্ষার পদাবলী
বর্ষার পদাবলী
খান মেহেদী মিজান •
কদম কেয়ার অধর ছুঁয়ে,
মেঘ কন্যার আকাশ চুয়ে,
বৃষ্টি এলো বর্ষাকালের হাটে।
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর,
মেঘ গুড়-গুড় সকাল-দুপুর,
বৃষ্টি পড়ে ছাতা বিহীন দূরের খেয়া ঘাটে।
কালো মেঘে ঝড়ের রেখা,
সূর্য্যি মামা যায় না দেখা,
বর্ষা জলে শিশুর দলে ডুবদে গাঁয়ের বাটে।
২
বর্ষা এলো রিমঝিম বৃষ্টিতে,
কদম কেয়ার অপরূপ সৃষ্টিতে,
দিনটা ছিলো বৃষ্টি ঝরা
তবু হƒদয় শূন্য খরা
তুমি বৃষ্টি ছুঁতে পারি?
সেই জলে মন ধুতে পারি?
রাখতে পারি তোমার চোখে
অপলোকে দৃষ্টি? না হয় কেমন বৃষ্টি!
৩
সবুজ পাতার ফাঁকে আজি
ফুটছে কদম-কেয়া
আকাশ জুড়ে ঈশান কোণে
সাজছে কালি দেয়া
পারাপারে নদীর ঘাটে
বাইছে মাঝি খেয়া
এসব সাজে আসছে দেখো দারুণ বর্ষাকাল!!