

মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে এক ঘরে ৬০ বার আগুন: উৎসুক জনতার ভীড়
চরফ্যাশনে এক ঘরে ৬০ বার আগুন: উৎসুক জনতার ভীড়
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের আবদুল্লাহ পুর ৩ নং ওয়ার্র্ডের মোস্তফা বেপারীর বাড়িতে গত ১৮ দিন যাবৎ অলৌকিক ভাবে প্রতিদিন কয়েক দফা অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এতে বড় ধরণের ক্ষতি না হলেও বসত ঘরের আসবাব পত্র, খাথা- বালিশ, জামা কাপড়, ঘরের চালার অংশ বিশেষ পুড়ে যায়।। এ ঘটনাটি মঙ্গলবার জানাজানি হলে উৎসুক জনতা তা দেখার জন্য ওই বাড়িতে ভীড় জমান।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন হঠাৎ হঠাৎ বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলে উঠে। এমন অগ্নিকান্ডের ঘটনা একদিনে ৬০ বার পর্যন্ত হয়েছে। বিষয়টি পরিবারের সদস্যরা আতংকিত।
আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন রাসেল এ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এলাকার খনকারদের দাবী ওই বাড়ির উপর বদ জিন আচর করেছে। এছাড়া বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এনামুল হক বলেন, তিনি ঘটনাটি মঙ্গলবার বিকেলে ইউপি চেয়ারম্যনের মাধ্যমে শুনেছি। বুধবার ঘটনাস্থলে যাব বলে জানান।