

বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কবির কবিতা » চরফ্যাশনে মিনা দিবস পালিত
চরফ্যাশনে মিনা দিবস পালিত
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মিনা দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও মিনা মেলা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে ব্রজগোপাল টাউন হলে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আলহাজ্জ আবদুল¬াহ আল ইসলাম জ্যাকব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অ.দা) এবিএম খলিলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনআখন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জালাল আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমান, মোসলেহ উদ্দিন, খালিদ হোসেন, শিক্ষক নেতা আ.হাই, মহাসীন, আলাউদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ হাত ধোয়া ও বাল্য বিবাহ রোধের জন্যে নাটিকা উপস্থাপন করেন। বিকালে রচনাসহ বিভিন্ন এভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।