

রবিবার ● ১৭ মে ২০১৫
প্রথম পাতা » আইন ও অপরাধ » ভোলার দু’উপজেলায় সিমানা বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০
ভোলার দু’উপজেলায় সিমানা বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০
বিশেষ প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সীমানা বিরোধকে কেন্দ্র করে দু’গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষে অন্তত্য ২০ জন আহত হয়েছে। রবিবার সকাল ১১ টায় খোদেজাবাগ ও অন্নদা প্রসাদ দু’গ্রাম বাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, রুহুল আমিন, লিটন, আলমগীর, আল আমিন, হাদিস, রাসেল, কামাল, জাহের, শরীফ, নুরউদ্দিন ও নুরল ইসলামের নাম জানা গেছে। স্থনীয়রা আহদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরফ্যাশনের আসলামপুর ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম জানান, লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ ও অন্নদা প্রসাদ গ্রামের বাসিন্দারা চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের দু’কিলো মিটার এলাকা দাবী করে দীর্ঘদিন যাবৎ দখলে পায়তারা করে আসছে।
এ বিষয়টি চরফ্যাশন উপজেলা পরিষদের মাসিক সভায় উপস্থাপনের পর প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার জন্য রেজুলেশন হয়। এদিকে আসলামপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক খোদেজাবাগ আবাসন গ্রামে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয় এবং আবাসনের পুকুরে একটি ঘাটলা নির্মাণ করার কাজ শুরু করলে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদা প্রসাদ গ্রামের বাসিন্দারা বাধাঁ প্রদান করে খোদেজাবাগ গ্রামের আবাসন প্রকল্পের ২০/২৫ টি ঘর দখল করে নেয়। এ নিয়ে আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ ও লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদা প্রসাদ গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত্য ২০ জন আহত হয়। এব্যাপাওে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, এ দু’ইউনিয়নের সীমানা বিরোধ দির্ঘদিনের। বিরোধ নিরসনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ১৯৯৮ সালে সীমানা নির্ধারণ করে দিলেও চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের বাসীন্দারা জায়গা না ছেড়ে তাদের দখলে রেখেছে। এব্যাপারে অন্নদা প্রসাদ গ্রামের সুলতান মুন্সী, মোফাজ্জল হায়দার, আ. মালেক ও জব্বার ভোলা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। জেলা প্রশাসক দু’উপজেলা প্রশাসনের মাধ্যমে সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে আসলাম ইউনিয়ন পরিষদ কর্তৃক লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদা প্রসাদ গ্রামে টয়লট নির্মাণ ও ঘাটলা নির্মাণ কাজ শুরু করে এতে অন্নদা প্রসাদ গ্রামের বাসিন্দরা বাধাঁ প্রদান করলে আসলাম পুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রাম বাসী হামলা করে। এ নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এব্যাপরে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমকে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি। অপরদিকে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেনের কাছে জানতে চাইলে এবিষয়ে তিনি কিছু জানে না বলে জানান।