

বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » কবির কবিতা »
বেলী ফুল
-ডাঃ প্রদীপ কুমার কর্মকার-
বেলা ভূমিতে ফুটেছো বেলী অনেক স্বপ্ন নিয়ে,
অলিরা এসে জুটবে সেথায় ভালোবাসা দিয়ে।
তোমার শুভ্র পাপড়িগুলোয় আছে গন্ধমাখা,
ইচ্ছে করে স্পর্শ করতে ভালোবাসা মেলে পাখা।
কবে কখন জন্মেছিলে আছে কি মনে তোমার?
বর্ষণ মুখর শ্রাবণ দিনে এসেছিলে-সম্পর্ক অনেক দিনের আমার
বেলা ভূমিতে নিত্য আমি দেখি তোমায় চেয়ে-
বুক ভরা নিঃশ্বাস নেই তোমার সুগন্ধ পেয়ে।
হাওয়ায় হাওয়ায় নৃত্য কর সকাল দুপুর সাঁঝে
তোমায় পাওয়ার সাধ জাগে মোর গভীর হৃদয় মাঝে।
চৈত্র দাহনে প্লাবন দিনে তোমার অস্তিত্ব থমকে পড়ে,
তবুও তুমি বেঁচে আছো মা মাটিকে আকড়ে ধরে।
ভয় করনি, পিছু হটনি দৈত্য দানব হতে-
হাত বাড়ালাম, কথা দিলাম আমায় পাবে সাথে।
ভ্রমর হয়ে গান শোনাব তোমার কানে কানে
পুষ্পরেনু মাখব গায়ে তারই সুর বাজে প্রাণে।
**
মন তুমি কোথায়?
-হোসাইন রুবেল-
মৃদু-মৃদু দক্ষিণা হাওয়ায় মুখরিত সমস্ত প্রকৃতি
সেই দিন পরন্ত বিকেলে পৃথিবীর সকল নির্জনতায়
আয়নায় খুজেঁ দেখি দেহে নেই মন,
জানিনা সে চলে গেছে কোথায়?
এখন আমি বড়ই নিঃসঙ্গ, নিশ্বাস। সেও হারিয়ে যাওয়া অতিথী পাখি।
বসে-বসে ভাবছি কিছু একটা ঘটতে যাচ্ছে আমার,
সুখের না দুঃখের তা ঠিক বুঝেতে পারছি না।
শুধু বুঝি শৈশবে কিছু না বুঝা নিছক পুতুল খেলার মত জীবন বয়ে
চলছি এখনও শুধু তোমাকে খুঁজছি!
কোথায় তুমি? আজও খুঁজি, এখনও শুধু খুঁজি।
মন, তুমি কোথায়?
**
জীবন যেন
-কফি খান-
জীবন যেন এক রোদেলা দুপুর,
আর গোধূলীর লগ্ন।
জীবন যেন শীতের ভোর,
নিশি ঝড়া রাত,
জীবন যেন শরতের রাঙা প্রভাত।
জীবন যেন এক হৃদয়ের মমতা,
জীবন যেন সোনালী দিনের বারতা।
জীবন যেন ক্লান্ত কৃষকের ঘর্মাক্ত কায়,
জীবন যেন অলস বিকেলের মৃদুবায়।
জীবন যেন এক নিরন্তর চেষ্টা,
জীবন যেন তোমায় পাবার চেষ্টা।
জীবন যেন বহে নিরবধি,
থামেনা কোথাও…….
জীবন যেন এক চলমান নদী।।
**
সোনামনি রে
-মোর্শেদ মোস্তফা-
বাজছে মাদল ডুম ডুমা ডুম
কদম তলায় কে?
রাখাল ছেলে বাজায় বাঁশি গাছের তলায় রে।
হাতি শালে হাতি নাচে, ঘোড়া শালে ঘোড়া,
তাই দেখে খুশিতে নাচে
সোনামনি রে।।
**