

বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » মনপুরার নিখোঁজ ৫২ জেলে পরিবারে শোকের মাতম
মনপুরার নিখোঁজ ৫২ জেলে পরিবারে শোকের মাতম
এম. শরীফ হোসাইন: ক্যামনে বাচ্মু আমরা। আমাগো সব শেষ হইয়া গ্যালো। মানা করছি, এত কষ্ট করনের দরকার নাই, মানা হুনলোনা। চিটাগাং মাছ ধরতে চইল্লা গেল। এহনো অরা আইয়্যেনা ক্যা, আমি জানি অরা আর বাইচ্চা নাইগো। এভাবে বুক চাপড়িয়ে বিলাপ করছেন নিখোঁজ জেলে অলিউল্যাহর স্ত্রী মমতাজ বেগম। একই ঘরেই চিৎকার করে কান্না করছেন মমতাজ বেগমের নিখোঁজ ছেলের স্ত্রী ২ সন্তানের জননী রোজিনা। গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অলিউল্যাহ ও তার ছেলে আজগরকে হারিয়ে এখন একই ঘরে বিধবা শাশুড়ী এবং পুত্রবধূ দুজনই। নিখোঁজ জেলে অলিউল্যাহর বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার চরগোয়ালিয়া গ্রামে। একই চিত্র মনপুরার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাহে আলম সারেং, নিরব সারেং, রিয়াজ, সোহেল, সিরাজ, আজাদ, মিলন, কবির, আঃ হাদি, রফিক, নুরনবীদের পরিবারে। নিখোঁজ এবং মৃত জেলে পরিবারের সদস্যদের কান্না আর আহাজারিতে দুই ইউনিয়নের ৩টি গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। কোন ধরনের সান্তনাই তাদের কান্না থামানোর জন্য যথেষ্ট নয়। প্রতিদিনই বহু সাধারণ মানুষ, গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের লোকজন এসে সান্তনা দিচ্ছেন।
ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে গত ২৮ জুলাই রাতে চট্টগ্রামের বন্দর এবং কোতোয়ালি থানার অন্তর্গত ১৫ নম্বর ঘাট এবং ফিসারী ঘাট এলাকা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ৪টি ফিসিং বোট ডুবির ঘটনা ঘটে। দূর্ঘটনার পরপরই মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের আলমগীর সারেং তার ফিসিং বোটের ১৮ জেলেকে নিয়ে তীরে এসে পৌছলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ভিন্ন ঘটনা ঘটে সাহে আলম মাঝি, ছালাউদ্দিন মাঝি এবং নিরব সারেং এর নেতৃত্বে পরিচালিত অপর ৩টি ফিসিং বোটে। দূর্ঘটনার পর এই ফিসিং বোটের ৬০ জেলে নিখোঁজ হয়। নিখোঁজের ৫দিন পর ২ আগষ্ট নোয়াখালীর সন্দ্বিপ উপজেলার ঠেংগার চর থেকে রফিক নামের এক জেলে এবং ৮দিন পর ৫ আগষ্ট একই উপজেলার উরির চর থেকে জাকির নামের অপর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এরা দুজনই নিরব সারেং এর ফিসিং বোটে ছিল। এদিকে ১ আগষ্ট সন্দ্বিপ উপজেলা থেকে সাহাবুদ্দিন নামের ১ জেলে উদ্ধার হওয়ার পর বর্তমানে ঐ এলাকায় চিকিৎসা নিচ্ছেন। ২ আগষ্ট হাতিয়া থেকে উদ্ধার হওয়া ৪ জেলেকে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়। ৩ জেলে আশংকামূক্ত হলেও জসিম বেপারীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত মহিপুরের জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে নিরব সারেং’কে জীবিত উদ্ধার করে মহিপুর হাসপাতালে ভর্তি করে। সমুদ্রের মাছ নিরব সারেং এর গায়ের মাংস খাওয়ার চেষ্টা করায় তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ খবরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।
ফিসিং বোট ডুবির ৯দিন অতিবাহিত হতে চললেও এখনো পর্যন্ত মাত্র ২ জনের লাশ এবং ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে ৩ ফিসিং বোটের ৫২ জন নিখোঁজ রয়েছে। যার মধ্যে সাহে আলম মাঝির ফিসিং বোটের ১৮, ছালাউদ্দিন মাঝির ফিসিং বোটের ১৫ এবং নিরব সারেং এর ফিসিং বোটের ১৯ জন রয়েছে। এখনো জীবিত ফিরে আসবেন এমন আশা বুকে বেঁধে দিন পার করছেন নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা। জীবিত ফিরে না আসলে অন্তত লাশটা যেন মাটি দেয়ার সুযোগ হয় এমন দাবী করছেন বিধাতার কাছে।
এ ব্যাপারে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্যাহ কাজল বলেন, ছালাউদ্দিন মাঝি’সহ ১৪ জন আমার ইউনিয়নের বাসিন্দা। এরই মধ্যে ছালাউদ্দিন মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে। প্রত্যেক জেলে পরিবারকে ১ বস্তা করে চাল দেয়া হয়েছে, এছাড়া নগদ টাকাও সহায়তা করবেন বলে তিনি জানান।
উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, ৩ ফিসিং বোট ডুবির ঘটনায় ৪৬ জেলেই তার ইউনিয়নের বাসিন্দা। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের কান্নায় স্থানীয়রাও সান্ত¦না দেয়ার ভাষা হারিয়ে ফেলেছে। নিখোঁজ প্রত্যেক জেলের জন্য পরিবারের সদস্যদের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে ১ হাজার টাকা করে দিয়েছেন। এছাড়া জীবিত উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসা খরচ চালিয়ে যাচ্ছেন। এটা এসব পরিবারের জন্য খুব সামান্য বিধায় সরকারী সাহায্যের দাবী জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আক্তার চৌধূরী বলেন, জেলা প্রশাসক ও মন্ত্রী মহোদয়ের (পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব) সাথে কথা হয়েছে। মৃত জেলে পরিবারকে ২০ হাজার এবং আহত জেলে পরিবারকে ৫ হাজার টাকা করে দেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া সংশ্লিষ্ট দুই মন্ত্রনালয় কর্তৃক সহযোগীতার জন্য লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।