

শুক্রবার ● ১২ মে ২০২৩
প্রথম পাতা » খেলা » বোরহানউদ্দিনে ফুটবল খেলতে গিয়ে আহত দাখিল পরীক্ষার্থীর মৃত্যু!
বোরহানউদ্দিনে ফুটবল খেলতে গিয়ে আহত দাখিল পরীক্ষার্থীর মৃত্যু!
বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিনে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে আহত দাখিল পরীক্ষার্থী শাহাদাত হোসেন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার বিকেলে স্থানীয় একটি মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে শাহাদাত আহত হয়।
শাহাদাত পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. ইলিয়াস হাওলাদারের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। শাহাদাত ৫টি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।
শাহাদতের পরিবার জানান, ওই দিন পরীক্ষা শেষ করে বিকেলে স্থানীয় একটি মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে যায় শাহাদাত। খেলার একপর্যায়ে অন্য এক খেলোয়াড়ের লাথি লাগে তাঁর গোপনাঙ্গে। এসময় জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন শাহাদাত৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে বরিশাল শেবাচিমে নিয়ে ভর্তি করা হয়।
-এবি/এফএইচ