

শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ জেলা কমিটি গঠন
ভোলায় ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ জেলা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: ভোলায় ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার নবনির্বাচিত কার্যকরী পরিষদ সেশন আগামী ২০২২ইং থেকে ২০২৪ইং এর জন্য এই কমিটি গঠন করা হয়। এতে খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিনকে সভাপতি, বড় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ নুরে আলমকে সাধারণ সম্পাদক করা হয়। সহ-সভাপতি করা হয় আলহাজ্ব মাওলানা মোঃ শফিউদ্দিন শিক্ষা সচিব জামেয়া মোহাম্মদীয়া দারুছুন্নাহ মাদরাসা, আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন খতিব বকুলতলা জামে মসজিদ, মুফতি মাওলানা মোঃ মহিউদ্দিন মুহাদ্দিস আলীনগর আজিজিয়া মাদরাসা, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম উপাধ্যক্ষ ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা, মাওলানা মোঃ মাকসুদ উল্লাহ আমিনী খতিব কোর্ট জামে মসজিদ, মাওলানা আবুজাফর আব্দুল্লাহ সহকারী অধ্যাপক আরবি দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসা।
এছাড়া সহকারী সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান, মুহতামিম,জামেয়া সিরাজুলউলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদরাসা।
যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান চৌধুরী, সুপার উম্মেকুলসুম মহিলা দাখিল মাদরাসা, আলহাজ্ব মাওলানা মোঃ কামাল উদ্দিন, মুহতামিম,দারুল উলুম কাবিল মিয়া মাদরাসা, মাওলানা মোঃ আক্তার হোসেন ভুইঁয়া, পরিচালক, জালাল আহাম্মেদ কিন্ডারগার্টেন মাদরাসা। সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী, শিক্ষক, জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া গোরস্থান মাদরাসা। সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, পরিচালক, তানজিমুল কোরআন মাদরাসা। প্রচার সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন, মুহতামিম,মেদুয়া কাওমি মাদরাসা। সহকারী প্রচার সম্পাদক মাওলানা মোঃ হাসান, খতিব,ভোলা আলীয়া মাদরাসা জামে মসজিদ, মাওলানা মোঃ নুরুল্লাহ তাহেরী,পরিদর্শক, নুরানি তালিমুল কোরআন বোর্ড ভোলা অঞ্চল।
অর্থ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুল্লাহ, পরিচালক, উম্মে ছালমান মাখজানুল কোরআন মাদরাসা। দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, মুহতামিম,দারুলউলুম রশিদিয়া মাদরাসা। সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোঃ কবির আহাম্মেদ, মুহতামিম,শান্তির হাট কাওমি মাদরাসা।
সদস্য মাওলানা মোঃ ইয়াকুব আলী জিহাদি, নায়েবে মুহতামিম,দারুল উলুম কাবিল মিয়া মাদরাসা, মাওলানা মোঃ হাসনাঈন, মুহতামিম,মিল বাজার কাওমি মাদরাসা, মাওলানা মোঃ ইস্রাফিল, অধ্যক্ষ,ইকরা বাংলাদেশ, ভোলা শাখা, মাওলানা মোঃ ইউসুফ আদনান, শিক্ষক,জামেয়া সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদরাসা, মাওলানা মোঃ শাহেদুল ইসলাম, শিক্ষক,পশ্চিম ধনিয়া আলিম মাদরাসা কে সদস্য করা হয়।
সন্মানিত উপদেষ্টা পরিষদের আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন, আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোঃ তৈয়বুর রহমান, মুফতি ইয়াছিন নবীপুরি, মাওলানা মাহবুবুর রহমান ওসমানী, আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা আহাম্মদ উল্লাহ, মাওলানা মোঃ বশির উদ্দিন,আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহকে সদস্য করে কমিটি অনুমোদন করা হয়।
-এফএইচ