

রবিবার ● ১৫ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর » মনপুরায় ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত
মনপুরায় ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার অস্টম ধাপে ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত ওই ইউনিয়নের তফসিলে উল্লেখিত সকল কার্যক্রম স্থগিত করেছে উপজেলা রিটার্নিং অফিসার। এতে ওই ইউনিয়ন নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে চরম অস্থিররতা দেখা দিয়েছে। ফের ওই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে কিনা এনিয়ে উৎকন্ঠা সর্বমহলে। তবে পূর্বের সীমানায় নির্বাচন নেওয়ার দাবী আ’লীগের প্রার্থীসহ সাধারন ভোটারদের।
জানা গেছে, গতি শুক্রবার (১৩ মে) বিকেলে আ’লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে রাতে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মনপুরা ইউনিয়নে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পান আজমত উল্ল্যা ওরপে আমানত উল্ল্যা। এদিকে একই দিনে বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক এক আদেশে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওই ইউনিয়নের তফসিলে উল্লেখিত সকল কার্যক্রম স্থগিত করে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রফিকুল ইসলাম।
উল্লেখ, গত ২১ এপ্রিল উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নকে ভেঙ্গে বিচ্ছিন্ন দ্বীপ কলাতলীকে উপজেলার ৫ নং ইউনিয়ন ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়। ওই গেজেটে আন্দিরপাড়, কূলাগাজী তালুক ও ঈশ্বরগঞ্জ গ্রাম নিয়ে ১ নং মনপুরা ইউনিয়ন ও কলাতলীর চর, মাঝগ্রাম, ঢালচর, মনপুরা, চরখালেক ও কাজীরচর নিয়ে প্রস্তাবিত ৫ নং কলাতলী ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ওই দুই ইউনিয়নের সীমানা নির্ধারন ও ভোটার বিন্যাস না হওয়ায় ভোট স্থগিত হয়।