

শুক্রবার ● ১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর » দৌলতখানে আখক্ষেত থেকে মরদেহ উদ্ধার
দৌলতখানে আখক্ষেত থেকে মরদেহ উদ্ধার
দৌলতখান প্রতিনিধি: উপজেলার চর খলিফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কলিম পাটোয়ারী বাড়ি সংলগ্ন একটি আখক্ষেত থেকে আবু তাহের (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। আবু তাহের পৌরসভার ২ নং ওয়ার্ডের মো. সাদেক এর ছেলে।
স্থানীরা জানান, সকালে কলিম পাটোয়ারী বাড়ি সংলগ্ন একটি আখক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-এফএইচ