

বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর » বোরহানউদ্দিনে মাদকসহ দুই ব্যবসায়ী আটক
বোরহানউদ্দিনে মাদকসহ দুই ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার: ভোলার বোরহানউদ্দিনে ৪ শত ৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি চারশত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ২ টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন– মো. নিজাম (৩০) ও মো. সিরাজ মাতব্বর (৩৫)। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য জব্দসহ তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।