

সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
চরফ্যাশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
চরফ্যাশন প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চরফ্যাশনে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। সোমবার সকাল থেকে চরফ্যাশন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, স্যাটেলম্যান্ট অফিস, আইনজীবি সমিতিসহ সামাজিক রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন। শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ সভায় পুরস্কার বিতরণ করা হয়।
-আমির/রাজ