

মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ইলিশায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ইলিশায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ভোলা সদরের ইলিশায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ইউনিয়ন পর্যায়ে চুড়ান্ত বাছাই পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২নং ইলিশা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে, মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে পাকারমাথাস্থ নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের চুড়ান্ত বাছাই পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টের চুড়ান্ত বাছাই পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন।
এসময় উপস্থিত ছিলেন, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কাদের সবুজ, বাঘার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিক, মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফরিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, মো. হোসেন হীরন, মো. জামাল উদ্দিন বাহার, মো. মহিউদ্দিন, মো. ফিরোজ কিবরিয়া, আঃ রব, মো. ইলিয়াছ, আঃ হাই, মো. শাজাহান, মো. লিটন, মোসাম্মদ তাসলিমা, রাবেয়া বেগম প্রমূখ।
-রাজ