

সোমবার ● ১৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » তুচ্ছ ঘটনার জেরে বোরহানউদ্দিনে প্রতিপক্ষকে হামলার অভিযোগ
তুচ্ছ ঘটনার জেরে বোরহানউদ্দিনে প্রতিপক্ষকে হামলার অভিযোগ
বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে আদম আলী খান বাড়ীর মো. সিয়াম হামলা করে একই বাড়ীর মো. আবুল কালাম খান (২৬) কে ইটের আঘাতে মাথা ফাঠিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৭ জানুয়ারী, সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই খান বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। আহত আবুল কালাম বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।
আহত আবুল কালাম জানান, সে বরিশাল হতে দৈনিক সময়ের বানী পত্রিকায় ভোলা প্রতিনিধি হিসাবে কাজ করেন। সোমবার দুপুরে বোরহানউদ্দিন হতে বাসায় ফিরলে একই বাড়ী’র মো. সিয়াম তাকে এজমালি’র দলিল দিতে বলেন। তখন আমি বলি ফটোকপি করে এনে দেব। একথা বলার সাথে সাথে মো. সিয়াম পাশ হতে ইট নিয়ে আমার মাথায় প্রচন্ড আঘাত করেন। এতে আমার মাথা পেটে রক্তাক্ত জখম হই। স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসলে মাথায় ৪/৫ টি সেলাই দেন কর্তব্যরত ডাক্তার। বর্তমানে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছি। সে আরোও জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ পূর্বেও সিয়াম উপর দুই বার হামলা করেছে। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এব্যাপারে মো. সিয়াম এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, আমি দোকানে আছি। এখানে এসে কথা বলুন বলেই ফোন কেটে দেন।
-মালেক/রাজ