

সোমবার ● ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় বই উৎসব
মনপুরায় বই উৎসব
মনপুরা প্রতিনিধি: মনপুরায় পালিত হয়েছে বই উৎসব ও নতুন বই বিতরন। সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। শনিবার হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে “লেখা পড়া শিখব, সোনার বাংলা গড়ব” এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে বই উৎসব ও বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বই উৎসব ও বই বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন স্কুলের ছাত্র সানাউল হক তাসকিন। গীতা পাঠ করেন সহকারী শিক্ষক অনিমেশ চন্দ্র দাস। সহকারী শিক্ষক মোঃ ছালাউদ্দিন সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আসমা বেগম, মুক্তা বেগম ও রিনা বেগম। এই সময় অভিবাবক, সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বই উৎসব শেষে প্রধান অতিথি প্রথম শ্রেনীর কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন।
-ছালাহউদ্দিন/রাজ