

সোমবার ● ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর » অহিদুল্যাহ জসিম ছিলেন একজন কর্মী বান্ধব এবং দক্ষ সংগঠক -এমপি শাওন।
অহিদুল্যাহ জসিম ছিলেন একজন কর্মী বান্ধব এবং দক্ষ সংগঠক -এমপি শাওন।
তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব অহিদুল্যাহ জসিম হাওলাদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাপড়ি আলীম মাদ্রাসার মাঠে মেহেদী হাসান নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ হাবিবুর রহমান হারুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, তজুমদ্দিন উপজেলার একসময়ের প্রাণপুরুষ ছিলেন অহিদুল্যাহ জসিম। তিনি ছিলেন একজন কর্মী বান্ধব ও দক্ষ সংগঠক। সব সময় এলাকার কল্যাণে কাজ করেছেন। এসময় মুনাজাত পরিচালনা করেন বাঠামারা পীর সাহেব হযরত মাওলানা মোঃ মহিবুল্ল্যা। এসময় মরহুমের স্মৃতি স্মরণে আলোচনায় অংশগ্রহণ করেন,তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহ সভাপতি মোঃ আবু তাহের, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, রুবাইত হোসেন দিপু , মহিউদ্দিন পোদ্দার, লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, মলংচড়া ইউপি চেয়ারম্যান নুরনবী সিকদার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, বিআরডিবি চেয়ারম্যান মোঃ আমিন মাহাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
-সাদী/রাজ