

রবিবার ● ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » তজুমদ্দিনে ডিজিটাল দিবস পালিত
তজুমদ্দিনে ডিজিটাল দিবস পালিত
তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা তজুমদ্দিনে পঞ্চম বাংলাদেশ ডিজিটাল দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ওই দিবস পালিত হয়। দিবসটি পালনের কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম শিলা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া শিশু-কিশোরদের মধ্যে উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
-রফিক/ সম্পাদনায়: ফরহাদ