

শুক্রবার ● ৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » মনপুরায় গুচ্ছগ্রাম পরিদর্শনে সচিব
মনপুরায় গুচ্ছগ্রাম পরিদর্শনে সচিব
মনপুরা প্রতিনিধি: মনপুরায় ভুমি মন্ত্রণালয় এর সচিব গুচ্ছ গ্রাম পরিদর্শন করেছেন। এরসাথে ভুমি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা ও সমাধান নিয়ে ভুমি প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩টায় গুচ্ছগ্রাম পরিদর্শন শেষে জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রণালয় সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, মনপুরা কোর্টের সিনিয়র সহকারী জজ মোঃ নুরু মিয়া, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার।
সভায় প্রধান অতিথি বলেন, ভুমি ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল ও লজিষ্টিক প্রদান এবং চরাঞ্চলের ভুমি ব্যবস্থাপনার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান।
এই সময় কৃষি অফিসার আকাশ বৈরাগী, মৎস্য অফিসার ভিক্টর বাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সীমান্ত হেলাল,এসআই লুৎফুর রহমান, এসআই মোঃ ইব্রাহীমসহ সরকারী দাপ্তরিক প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ছালাহ/রাজ