

বুধবার ● ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি মুকুল
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি মুকুল
বোরহানউদ্দিন প্রতিনিধি: দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নিজ নিজ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আহ্বান জানান ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন।
বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার লঞ্চঘাট টার্মিনাল চত্বরে আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়নের নৌকার প্রার্থীদেরকে সাতটি ইউনিয়নের উপস্থিত বিভিন্ন পেশাজীবি মানুষদের উপস্থিতিতে পরিচয় করিয়ে দেন এমপি মুকুল। এসময় টার্মিনাল চত্বর লোকে লোকারণ্যে পরিণত হয়। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় প্রার্থীদের পক্ষ থেকে মিছিলে মিছিল মুখরিত হয় টার্মিনাল চত্বর।
গণসংযোগ ও পথসভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি বর্তমান ৯নং বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন হায়দার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাগর হাওলাদার, কুতুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রর্থী মোঃ নাগর হাওলাদার, টগবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ কামরুল আহসান চৌধুরী, হাসান নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবেদ চৌধুরী, কাঁচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আঃ রব কাজী, দেউলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহজাদা তালুকদার।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
-রাজ