

রবিবার ● ২১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » দৌলতখানে বীরের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দৌলতখানে বীরের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দৌলতখান প্রতিনিধি: দৌলতখানের বীর মুক্তিযোদ্ধা মোঃ কাঞ্চন মিয়া (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালি….রাজিউন)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতখানের দিদার উল্যাহ গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। রবিবার বেলা ১১টায় নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রাজ্জাক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীরসহ বিভিন্ন পেশার মানুষ। মরহুমের কফিনে সম্মান প্রদর্শন করেন দৌলতখান থানার চৌকস পুলিশ সদস্যরা। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোকও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান, ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি ও দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন।
-রাজ