

সোমবার ● ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশন আদালতে ডিজিটাল সেবা দেয়া হবে- জেলা ও দায়রা জজ
চরফ্যাশন আদালতে ডিজিটাল সেবা দেয়া হবে- জেলা ও দায়রা জজ
আমির হোসেন, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলা একটি অন্যতম ও বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। এখানে ৪টি দপ্তরিক বিচার কার্যালয় রয়েছে। এখানের আদালত গুলোতে ডিজিটাল সেবা দেয়া হবে। রবিবার রাত ৮টায় চরফ্যাশন আইনজীবি সমিতির উদ্যোগে বার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় ভোলার জেলা ও দায়রা জজ মো. মহাসিনুল হক প্রধান অতিথি হিসাবে এইসব কথা বলেন। অনুষ্ঠানে আমন্ত্রীত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের আহ্বান করে তিনি বলেন, সরকারের প্রত্যেক সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় যে ভাবে ডিজিটালাইজ করতে যাচ্ছেন তার সুফল ভোলাবাসী পেতে শুরু করেছেন। চরফ্যাশন আদালতকেও ডিজিটালাইজেশন করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। তিনি আরো বলেন, চরফ্যাশন আদালতের সকল সমস্যাগুলো পর্যাক্রমে সমাধান করা হবে। চরফ্যাশন আইনজীবি সমিতির সভাপতি এড. লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু, চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ মো. ছানাউল হক, ভোলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরফ্যাশন যুগ্ম দায়রা জজ নাহিদুল ইসলাম নাহিদ, এডিশনাল জিপি এড. আমিনুল ইসলাম সরমান, এড. মাহাবুব আলম, এড. রেজাউল করিম, হারুন ফরাজী, এড. নাবিল সরমান, এড. হিরণ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারন সম্পাদক আমির হোসেন, সহ-সভাপতি এম আবু সিদ্দিক, যুগ্ম সম্পাদক কামরুল সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. সিদ্দিক মাতাব্বর।