

সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় মামলা প্রত্যাহারের দাবীতে কৃষকদলের মানববন্ধন
ভোলায় মামলা প্রত্যাহারের দাবীতে কৃষকদলের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা কৃষক দলেরর উদ্যোগে রবিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক তছলিম, সহ-সভাপতি এডভোকেট ইউসুফ, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক আলমগীর, থানা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, পৌর কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু খান ও পৌর আইন বিষয়ক অ্যাড. মাহবুবুর রহমান প্রমূখ। মানববন্ধনে বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিএনপির সকল নেতা-কর্মীর বিরুদ্ধে আনিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
-রাজ