

বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর » দৌলতখানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত
দৌলতখানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত
দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো.রাশেদ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন মঙ্গলবার রাত ৯ টায় বাংলাবাজার টু দৌলতপুর সড়কের মৃধারহাট সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ খায়ের হাট এলাকার মোঃ নুরন্নবী মিয়ার ছেলে। সে পেশায় এক জন শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদ মোটরসাইকেলে করে দৌলতখানে যাচ্ছিলেন। মৃধারহাট সংলগ্ন এলাকায় আসলে তার বিপরীতমুখী আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা বাসটিকে জব্দ করেছে। চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
-এফএইচ