

বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর » ভোলা প্রেসক্লাবের সহকারি কিসলু এর শুভ বিবাহ সম্পন্ন
ভোলা প্রেসক্লাবের সহকারি কিসলু এর শুভ বিবাহ সম্পন্ন
বিশেষ প্রতিনিধি: ভোলা প্রেস ক্লাবের সহকারি ফজলে আলম কিসলুর বিবাহ সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় মাগরিববাদ শহরের বকুলতলা জামে মসজিদে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয় ।
বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে কিসলুকে দোয়া করেছেন ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, দৈনিক আজকের ভোলার সম্পাদক মো. শওকাত হোসেন, ভোলা ভোলা দর্পণের সম্পাদক মোতাসিম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ভোলা প্রেস ক্লাব সম্পাদক অমিতাব রায় অপু, মাছ রাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসিব রহমান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, ভোলা নিউজের সম্পাদক মনিরুল ইসলাম, ভোরের কাগজ জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, ভোলার সংবাদ ডট কমের সম্পাদক ফরহাদ হোসেন, নতুন সময়ের জেলা প্রতিনিধি মশিউর রহমান পিঙ্কু, এটিন বাংলার প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ, কালবেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, আজকের ভোলার সহকারি সম্পাদক এম শাহরিয়ার জিলন, ভোলার বাণীর প্রতিনিধি মেজবাহ উদ্দিন টুটুল,আরিফ হোসেন, চিত্র সাংবাদিক ইউছুপ হোসেন,লক্ষ্ম দাস, অঙ্কুর রায় প্রমুখ।