

সোমবার ● ৩০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » আহাম্মদপুর নৌকা ও নুরাবাদে বিদ্রোহী প্রার্থীর জয়
আহাম্মদপুর নৌকা ও নুরাবাদে বিদ্রোহী প্রার্থীর জয়
এ,কেএম গিয়াসউদ্দিন, দুলারহাট প্রতিনিধি: ভোলা চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতীক স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন। আহাম্মদপুর ইউনিয়নের বাংলাদেশে আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ ফখরুল ইসলাম নৌকা বেসরকারী ভাবে বিজয় লাভ করেন।
চরফ্যাসন উপজেলা দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন বাংলাদেশ আ’লীগের সভাপতি মোঃ সাহাবুদ্দিন মাষ্টারের বড় ছেলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ আনোয়ার হোসেন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৮০৭। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোস্তাফিজ ভোট পেয়েছেন ৭ হাজার ৩৪৬। ১৪৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীক প্রার্থী মোঃ আনোয়ার হোসেন।
এদিকে আহাম্মদপুর ইউনিয়ন বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম নৌকা প্রতিকে ৫হাজার ৩৯ এবং স্ব-তন্র প্রার্থী আবুল বাশার চাপরাশি আনারস প্রতিকে ৩ হাজার১শত ৫২ ভোট পেয়েছেন।নৌকা প্রতিক ১৮৮৭ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয় হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নুরাবাদে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৩১৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৭ হাজার ৮৪০ জন।