

রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » চরফ্যাশন শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
চরফ্যাশন শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও নুরাবাদ আওয়ামী লীগের আহবয়ক শাহাবুদ্দিন মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন, দুলারহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী, পশ্চিম নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। বক্তব্য রাখেন, নুরাবাদ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা কামরুল ইসলাম কাজল, উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবদুল খালেক মিঝি, আবদুল মান্নান পন্ডিত প্রমুখ।
বক্তরা বলেন, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শিক্ষার বিষয়ক মতবিনিময়ের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী নিয়মিত ক্লাসে পাঠদান করতেই তারা ভাল ছাত্র-ছাত্রী হয়। অভিভাবকদের শিক্ষার প্রতি আরো গুরুত্ব দেয়ার আহবান জানান।
-এমএএইচ/এফএইচ